বর্ষা দিনে গাছের মাথায় উঁকি দেয় রবি
আনমনে উদাস হৃদয় আঁকে বর্ষা ছবি।
খাল বিলে শাপলা শালুক ফোঁটে নিজ সাজে
সারাদিন কৃষাণ বেজায় ব্যস্ত থাকে কাজে।
উড়ে যায় ধবল বকেরা শুভ্র নভ পরে
বর্ষা দিনে কিশোর কিশোরী থাকে নাকো ঘরে।
বৃষ্টিস্নাত বিটপী লতায় খুব ভালো লাগে
ফিরে যেতে পুরোনো বেলায় খুব ইচ্ছে জাগে।
আঁকাবাঁকা গ্রামের পথটা মাখামাখি কাদা
বৃষ্টি ঝরে দূরের মাঠটা হয়ে যায় সাদা।