লালপুরে বিএনপির কর্মী সমাবেশ

সংবাদদাতা//
গণঅভ্যুত্থান উদ্যাপন উপলক্ষ্যে নাটোরের লালপুরের গোপালপুরে বিজয় মিছিল সফল করার লক্ষ্যে কর্মী সমাবেশে করেছে বিএনপি। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর নির্দেশনায় বৃহস্পতিবার বিকেলে উপজেলার লালপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ, সাবেক যুগ্ম আহ্বায়ক সাজেদুল ইসলাম হলুদ, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক অধ্যাপক আব্দুল হাই নান্নু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজির উদ্দিন বাবু, লালপুর ইউপি সদস্য রাশেদুল ইসলাম, যুবদলের নেতা এ,টি,এম জাহেদুল আলম ডলার, আরিফুল ইসলাম সুমন প্রমুখ।