নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের অর্থায়নে হুইল চেয়ার, সেলাই মেশিন, ব্রেঞ্চ ও ক্রীড়া
সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সোমবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন
কর্মকর্তা মো. উমিরুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে এসব দ্রব্যাদি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, উপজেলা খাদ্য কর্মকর্তা মো. ডালিম হোসেন, উপজেলা শিক্ষা অফিসার এস এম মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. এমদাদুল হক সহ উপকারভোগী ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানবর্গ ও এলাকার সুধীজনেরা। সেখানে ১৬ টি হুইল চেয়ার, ৮ টি সেলাই মেশিন, ৭৭ জোড়া ব্রেঞ্চ ও ক্রীড়াসামগ্রী বিতরণ করা হয়।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার