এক চাঁদের আলো দেখি
একই সূর্যের তাপ মাখি
তবু আমাদের দূরত্ব যোজন যোজন
ফেরার প্রশ্ন কখনও করিনি,ফিরবে কখন?
বরফের শহরে প্রেম আঁকা স্বপ্ন দেখি চোখের
খবর রেখেছো কি সবুজের দেশে থাকা ফুলের?
মাঝেমাঝে দূরত্ব ঘুচে যায় চোখের কাছে এসে
কৃষ্ণপক্ষেও আলো জ্বেলে রাখি তোমার ফেরার আশে।
জানি আছো শত স্বজনের ভীড়ে
তবু আসো নিত্য আমার শব্দে ফিরে।