লালপুরে আগুনে পুড়ে ৮টি গবাদি পশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ॥ নাটোরে লালপুরে গোয়ালঘরে আগুন লেগে আগুনে পুড়ে ৮টি গবাদি পশুর মৃত্যু হয়েছে। সোমবার ভোরে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া গ্রামে আব্দুল হাই এর গোয়াল ঘরে এ ঘটনা ঘটে।
আব্দুল হাই জানান, গোয়ালঘরের মশা তাড়াতে ধোঁয়া তৈরির জন্য দেওয়া আগুন থেকেই আগুনের সূত্রপাত ঘটে। এ সময় ঘরে থাকা তিনটি গরু ও চারটি ছাগল পুড়ে মারা যায়। গোয়ালঘরের ভেতর রাখা কিছু খড় এবং অন্যান্য জিনিসপত্রও পুড়ে গেছে। যার ক্ষতির পরিমাণ প্রায় ৫ লক্ষ টাকা।