বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে রাজশাহীর বাঘা উপজেলার নবধারা বিদ্যানিকেতন থেকে ৮ জন শিক্ষার্থী ট্যালেন্টফুল বিভাগে বৃত্তি লাভ করেছে।
২০২৪ সালের এই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ১০টায় সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আড়ানী প্যারাগন কিন্ডারগার্টেন প্রাঙ্গণে, যেখানে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন স্কুলের বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা অংশগ্রহণ করেন।
নবধারা বিদ্যানিকেতনের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য দোয়া কামনা করা হয় এবং ভবিষ্যতে তাদের সাফল্য আরও বয়ে আনুক এই কামনা জানানো হয়।
নবধারা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষিকা ফিরোজা পারভীন বলেন, শিক্ষকদের নিয়মিত চেষ্টার পাশাপাশি অভিভাবকদের আন্তরিক সহযোগিতা ও শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের ফলেই এই অর্জন সম্ভব হয়েছে।
-রাজশাহী প্রতিনিধি