নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাটির নিচে চাপা পড়ে মোস্তাকিন (১১) নামের এক শিশুর মৃত্যু ও তার সঙ্গী রাকিব ও শাকিলকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী
মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার দুপুর ১টার দিকে উপজেলার বাগডোব গ্রামে এঘটনা ঘটে। নিহত মোস্তাকিন খাকসা গ্রামের জহুরল ইসলামের ছেলে ও বাগডোব বনলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়
শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, বাগডোব গ্রাম এলাকায় নতুন কাঁচা রাস্তা নির্মান করা হয়েছে। এতে রাস্তার পাশে সৃষ্ট গর্তে খেলা করছিলো মোস্তাকিনসহ ৫/৬ জন শিশু এসময় বৃষ্টি শুরু হলে নব নির্মিত রাস্তার পাড় ধসে মাটির নীচে চাপা পড়ে
মোস্তাকিনসহ তিনজন। স্থানীয়রা তাদেরকে দ্রুত উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মোস্তাকিনকে মৃত ঘোষণা করেন। অপরদুই সঙ্গী রাকিব ও শাকিলকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সারোয়ার হোসেন বলেন, এ ঘটনায় মোস্তাকিন নামের এক শিশুর মৃত্যু হয়েছে। তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার