বনপাড়া পৌরসভায় বাজেট সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বনপাড়া পৌরসভায় সোমবার বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২০২৫-২৬ অর্থ বছরের ৪২ কোটি তের লাখ ৫২ হাজার ২৩১ টাকার বাজেট ঘোষনা
করা হয়েছে। পৌর মিলনায়তনে পৌর প্রশাসক মো.আশরাফুল ইসলাম এ বাজেট ঘোষনা করেন।
বাজেটে রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৬ কোটি ৮ লাখ ৬২ হাজার ৮২৫ টাকা ও উন্নয়ন খাতে ৩৬ কোটি ৪ লাখ ৮৯ হাজার ৪০৬ টাকা। এবং রাজস্ব খাতে ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ১৭ হাজার ৬৩৯ টাকা ও উন্নয়ন খাতে ৩৫ কোটি ৮৫ লাখ ৫ হাজার টাকা। উদ্বৃত্ত হিসেবে ১ কোটি ২৮ লাখ ২৯ হাজার ৫৯২ টাকা রাখা হয়েছে।
পৌর প্রশাসক মো. আশরাফুল ইসলামের সভাপতিত্বে ও পৌর নির্বাহী কর্মকর্তা হাফসা শারমীনের সঞ্চালনায় আয়োজিত বাজেট সভায় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী প্রকৌশলী মো. আতাউর রহমান, হিসাবরক্ষন অফিসার দেলোয়ার
হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ডালিয়া পারভীন, সমবায় অফিসার আমজাদ হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী সৈকত হোসেন, হিসাব রক্ষক মামুনুর রশিদ প্রমুখ।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার