নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রামে মুন্নাফ (৩৭) নামের এক রিক্সা চালক গত ১৫ দিন যাবৎ নিখোঁজ রয়েছেন। তিনি উপজেলার বনপাড়া সরদারপাড়া গ্রামের মুন্টু আলীর পুত্র।
তিনি মানসিক রোগে ভূগছেন বলে জানা গেছে।তার পিতা মন্টু জানান, গত ১০ মে মুন্নাফকে নারায়নপুর বাজারে শেষ দেখা হয়।তাকে সেখানে ভাত খাওয়ানোর পর চেষ্টা করেছি বাড়িতে ফিরে আনার জন্য। কিন্তু আসেনি। পর থেকে নিখোঁজ রয়েছে ছেলে। গত ৯ দিন যাবৎ খোঁজা-খুঁজি করেও তার কোন সন্ধান মেলেনি। এ ব্যাপারে গত ১৯ মে বড়াইগ্রাম থানায় একটি
সাধারণ ডায়েরী করেছি। তার গায়ের রং শ্যামলা, শারীরিক গঠন হালকা-পাতলা। পরণে ছিল প্যান্ট-শার্ট। ছেলে প্রায় ৬ মাস যাবত মানসিক রোগে ভূগছে।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম সরওয়ার হোসেন জানান, এ ব্যাপারে থানায় একটি জিডি হয়েছে। জিডি নং ৮৮৯। তাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার