নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলা তিন দিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা ভূমি অফিস চত্বরে রোববার সকাল ১০ টার দিকে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) মো, আশরাফুল ইসলাম। গণসচেতনতা বৃদ্ধি ও প্রচারণার জন্য উদ্বোধনী দিনে বনপাড়া পৌরশহরে বর্ণাঢ্য র্যালি ও উপজেলা ভূমি অফিস চত্বরে সেমিনারের আয়োজন করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো, আশরাফুল ইসলামের সভাপতিত্বে “ভূমি সেবা অটোমেশন: বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের পথ-নকশা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় তিনি খারিজ-খাজনাদি বিষয়ে বিভিন্ন জটিলতার কারণ ও জটিলতা থেকে উত্তরণের দিক নির্দেশনা ও পথ-নকশা তুলে ধরেন এবং বলেন নিজের জমি সুরক্ষা রাখার ক্ষেত্রে নিয়মিত কর পরিশোধ অত্যাবশ্যক।
সেমিনারে উপস্থিত ছিলেন বনপাড়া সাব রেজিস্ট্রার মোহাম্মদ হাবিবুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, পল্লী
উন্নয়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান সহ উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জমির মালিক ও সুধীজনেরা।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার