নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রামে উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উদ্যোগে মসলার উন্নত জাত ও
প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় দুই মসলা ফসল উৎপাদনকারী কৃষক দলকে বিনামূল্যে ২টি গার্ডেন টিলার প্রদান করা হয়েছে। বৃহষ্পতিবার বিকেলে উপজেলা কৃষি কর্মকর্তা সারমিন সুলতানা তালশো কৃষক দল নেতা আব্দুল মজিদ ও কুমরুল কৃষক দল নেতা সাহাবুল ইসলামের হাতে
উক্ত ২টি গার্ডেন টিলার মেশিন তুলে দেন। প্রতিটি মেশিনের মূল্য প্রায় ১ লক্ষ টাকা।উপজেলা কৃষি কর্মকর্তা জানান, এ সব টিলার মেশিন দ্বারা কৃষকরা নিজস্ব জমি চাষ করতে পারবে এবং মসলার উন্নত জাতের ফসল উৎপাদনে অগ্রনী ভূমিকা পালন করবে। কৃষি সম্প্রসারণ দপ্তরের তত্ববধানে এবারই প্রথম উপজেলায় মসলার বাগান তৈরীর উদ্যোগ নেয়া হয়েছে।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার