বড়াইগ্রামে সাবেক মন্ত্রী দুলুর নামে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রামে রোববার বিএনপি’র কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাড. এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার স্ত্রী বিএনপি নেত্রী সাবিনা ইয়াসমিন ছবিসহ বিভিন্ন নেতার নামে প্রচার মাধ্যমে মিথ্যাচারের
প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বড়াইগ্রাম পৌর বিএনপি’র উদ্যোগে মিছিলটি বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয় এবং পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে লক্ষ্মীকোল বাজারে সমাবেশে মিলিত হয়। সমাবেশে জেলা বিএনপির আহবায়ক
কমিটির সদস্য নাসিম উদ্দিন নাসিম, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি বেলাল হোসেন, জোনাইল ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদুল ইসলাম রাসেল, পৌর যুবদলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বকুল, জেলা ছাত্রদলের
সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন লিটন, উপজেলা ছাত্রদলের আহবায়ক জাহিদুল ইসলাম বিপুল, সদস্য সচিব আরিফুল ইসলাম কানন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন দুলু পরিবারকে নিয়ে ফেসবুকে অনেকে অপপ্রচার ও ষড়যন্ত্র শুরু করেছেন। ষড়যন্ত্রকারীদের কঠোরভাবে দমন করা হবে। নাটোরের বিএনপি দুলু’র
হাতে গড়া। তাকে বাদ দিয়ে নাটোরে বিএনপির কোন অস্তিত্ত্ব নেই। তাই দু:সময়ের কান্ডারী দুলুকে নিয়ে অপপ্রচার বন্ধের দাবি জানান তারা।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার