লালপুরে পার্টনার এর কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ॥ “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর কংগ্রেস (সম্মেলন) অনুষ্ঠিত হয়েছে।
রবিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আজিজুল কবির। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্টনার প্রকল্পের রাজশাহী অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার মো: আব্দুল লতিফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে নাটোরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) লুৎফর নাহার, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মেহেদী জাহান, উজেলা সমবায় অফিসার আজিজুর রহমান, কৃষক ইক্কাবুল সরকার প্রমুখ।