নিজস্ব প্রতিবেদকঃ নাটোরে বড়াইগ্রাম উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে আলোচনা,পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা অডিটরিয়ামে শনিবার প্রাথমিক শিক্ষা দপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের
আয়োজন করা হয়। উপজেলা শিক্ষা অফিসার এস এম মিজানুর রহমানের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার সোনালী খানমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান
অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, বনপাড়া ডিগ্রি কলেজের অব. সহকারী অধ্যাপক আবুল খায়ের ও বনপাড়া রোকেয়া বালিকা বিদ্যালয়ের অব. সহকারী শিক্ষিকা আম্বিয়া খাতুন। এছাড়া সেখানে বক্তব্য রাখেন সহকারী
উপজেলা শিক্ষা অফিসার রেহেনা পারভীন, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর
মো. আনারুল ইসলাম, প্রধান শিক্ষক তহমিনা খাতুন ও বড়াইগ্রাম স্মার্ট প্রেস
ক্লাবের সভাপতি আলহাজ্ব সাইফুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে সুন্দর হাতের লেখা ও
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। সেখানে
উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার