নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রামে স্কাউটের অফিস উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউট সভাপতি লায়লা জান্নাতুল ফেরদৌস উপজেলা পরিষদ চত্বরে এই অফিস উদ্বোধন করেন। উপজেলা স্কাউট সম্পাদক মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা
নির্বাহী অফিসার উপস্থিত সমাবেশে স্কাউটের গুরুত্ব, এর লক্ষ্য, সামাজিক দায়বদ্ধতা, স্বাস্থ্য সচেতনতা প্রভৃতি বিষয়ে গুরুত্ব আরোপ করেন। সেখানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা স্কাউট সহ
সভাপতি মো. আশরাফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অতি. দায়িত্ব) মো. সেলিম আক্তার, রাজশাহী স্কাউটের আঞ্চলিক উপ কমিশনার কাহারুল ইসলাম
জয়, নাটোর জেলা সম্পাদক গোলাম মহিউদ্দিন এএলটি, কোর্স লিডার মো.মাজেদ আলী মুধা উড ব্যাজার, উপজেলা সম্পাদক মো. হুমায়ুন কবির উড ব্যাজার,উপজেলা কাব লিডার মো. রুহুল আমীন, যুগ্ম সম্পাদক মোশারফ হোসেন,
সহযোগী কমিশনার মো. সেলিম হোসেন,শারমিন সুলতানা প্রিয়া, প্রধান শিক্ষক কামাল হোসেন প্রমুখ। উক্ত অনুষ্ঠানে উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে আগত ৭০ জন স্কাউট ও গার্লস ইন স্কাউট হাইকিং করে অংশগ্রহণ করে।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার