নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মে দিবস পালিত হয়েছে। দিবসটিতে পৃথক-পৃথকভাবে উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী ও
শ্রমিক সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।তারমধ্যে উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী আবু বকর সিদ্দিকের সঞ্চালনায় বনপাড়া পৌর গেটে
আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও বড়াইগ্রাম-গুরুদাসপুর সংসদীয় আসনের এমপি পদপ্রার্থী মাওলানা মোঃ আব্দুল হাকিম। সেখানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাওলানা হাশেম আলী মীর, হাসানুল হক বান্না, বনপাড়া পৌর জামায়াত নেতা জিয়াউর রহমান জুয়েল, কেএএম মহিউদ্দিন প্রমুখ।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার