নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রামে ৪ দিনব্যাপি স্কাউটের ১ম ও ২য় উপদল নেতা কোর্সের উদ্বোধন করা হয়েছে। বৃহষ্পতিবার সকালে বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট সভাপতি লায়লা জান্নাতুল ফেরদৌস এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সেখানে উপজেলার ১০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে আগত ৭০ জন স্কাউট ও গার্লস-ইন স্কাউট অংশগ্রহণ করে। বাংলাদেশ স্কাউটস বড়াইগ্রাম উপজেলা এর আয়োজন করে।
উদ্বোধনী দিনে শিক্ষার্থীদের শৃঙ্খলা, দায়িত্ববোধ, অধ্যাবসায়, পরোপকার, সৃজনশীলতা, মানবিকতা, সামাজিক সচেতনা ও ধর্মীয় মূল্যবোধের ওপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন উপজেলা
নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বনপাড়া সেন্ট যোসেফস্ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাদার ড. শংকর ডোমিনিক গমেজ, কোর্স লিডার মো.
মাজেদ আলী মৃধা উড ব্যাজার, নাটোর জেলা স্কাউট সম্পাদক গোলাম মহিউদ্দিন এএলটি, উপজেলা স্কাউট সম্পাদক মো. হুমায়ুন কবির, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি
মো. আলফুর রহমান, সম্পাদক মো. সেলিম হোসেন. কোষাধ্যক্ষ শারমিন সুলতানা প্রিয়া,প্রধান শিক্ষক মো. আজাহার আলী প্রমুখ।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার