নিজস্ব প্রতিবেদকঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় চাষী জিয়াউর রহমানের ফলবান ৩০০ লাউ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা।বুধবার দিবাগত রাতে উপজেলার নগর ইউনিয়নের বড় পিংগইন গ্রামে এ ঘটনা ঘটে। জিয়াউর রহমান উক্ত
গ্রামের আফছার মোল্লার ছেলে। এতে আনুমানিক দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ চাষীর।
স্থানীয়রা জানান,জিয়াউর রহমান ১৪ কাঠা জমিতে লাউ গাছ চাষ করেন। গাছগুলোতে ফুল ফুটে লাউ ধরতে
শুরু করেছে। এরমধ্যে বুধবার রাতে তার জমির ৩শ’ ফলবান গাছের গোড়া কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে
গাছগুলোর লতা-পাতা নুইয়ে পড়েছে।
চাষী জিয়াউর রহমান জানান, গত মঙ্গলবার রাতে পিংগইন গ্রামের রফিকুল ইসলামের পুকুরে মাছ চুরি
করতে আসে এক দল দুর্বৃত্ত। এ সময় জিয়াউর তাদের দেখে ডাকাডাকি শুরু করলে জাল ও স্যান্ডেল ফেলে
দৌড়ে পালিয়ে যায় তারা। ওই ঘটনার প্রতিশোধ নিতেই পরদিন দুর্বৃত্তরা রাতের আঁধারে তার জমির লাউ
গাছ কেটে বিনষ্ট করেছে বলে দাবি জিয়াউরের। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে
জানা যায়।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান,এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ
পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বড়াইগ্রাম প্রতিনিধিঃ রায়হান সরকার