বিশ্বে অর্ধকোটি মানুষ করোনায় আক্রান্ত

পদ্মা ডেস্ক : গতবছরের শেষদিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসে মাত্র ৭ মাসেই আক্রান্ত হয়েছে বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চল। সারাবিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১ কোটি ৪১ লাখ ৯৫ হাজার ১৪০ জন মানুষের দেহে। এর মধ্যে এই মহামারিতে মারা গেছেন ৫ লাখ ৯৯ হাজার ৪১৬ জন। আবার সুস্থ্য হয়ে উঠেছেন ৮৪ লাখ ৭০ হজার ২৭৫ জন। সে হিসাবে বর্তমানে ৫১ লাখ ২৪ হাজার ৪৪৯ জনের শরীরে করোনাভাইরাসের মৃদু বা বেশি মাত্রায় করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে।

বিশ্বজুড়ে যে পরিমাণ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত তার অর্ধেকেরও বেশির অবস্থান মাত্র চারটি দেশে। এ চারটি দেশ হলো মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া ও ভারত।
পৃথিবীর চার ভাগের এক ভাগ (২৪ দশমিক ৭ শতাংশ) ভূমি নিয়ে গড়ে ওঠা এই চার দেশে করোনা শনাক্ত রোগীর পরিমাণ পুরো বিশ্বের ৫৩ দশমিক ৭১ শতাংশ।