শরবত বিক্রেতা রিফাতের পড়াশুনার দায়িক্ত নিল হেল্প ফাউন্ডেশন

লালপুরের বিলমাড়ীয়া বাজারে শরবত বিক্রি করা ৪র্থ শ্রেনীর শিক্ষার্থীর লেখাপড়ার দায়িক্ত নিল হেল্প ফাউন্ডেশন ৪র্থ শ্রেনীর শিক্ষার্থী রিফাত সংসারের যোগান দিতে বাজারে শরবত বিক্রি করতো এমন একটি ছবি লালপুর উপজেলা প্রেসক্লাবের সহ- সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা লালপুর উপজেলা শাখার সভাপতি সালাহ উদ্দিনের ফেসবুক প্রচার হলে বাংলাদেশ হেল্প ফাউন্ডেশন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তারা খোঁজ খবর নিয়ে দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমানের ব্যবস্থাপনায় বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক সংগঠন, হেল্প ফাউন্ডেশন ও আবুতোরাব যুব সংঘ রিফাতের লেখাপড়ার দায়িক্ত গ্রহনের ঘোষনা দেয়।
শুক্রবার ( ১৭ জুলাই) সন্ধ্যায় বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে রিফাতের হাতে ২ হাজার টাকা তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, হেল্প ফাউন্ডেশনের এডমিন তপু গোপালপুর, সাংবাদিক সালাহ উদ্দিন, রিফাতের বাবা আজিজুল হক প্রমুখ।