লালপুরে স্ত্রীকে হত্যার পর লাশ পুকুরে ফেলার অভিযোগ

নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামে স্বামী কর্তৃক স্মৃতি খাতুন (২০) নামের এক গৃহবধুকে হত্যা করে তার লাশ পুকুরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে পুলিশ পুকুরে ভাসমান ওই গৃহবধুর লাশ উদ্ধার করেছে। এঘটনায় নিহতের স্বামী আব্দুল জাব্বার পলাতক রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামের ইংরেজ আলীর ছেলে আব্দুল জাব্বার (৩০) সম্প্রতি অন্য এক মেয়ের সাথে পরকিয়ায় লিপ্ত এমন অভিযোগ করায় তার স্ত্রী মোহরকয়া পিয়াদাপাড়া গ্রামের তসলিম উদ্দিনের (তসলু) মেয়ে স্মৃতি খাতুনকে প্রায়ই মারধর করতো। একই কারণে বৃহস্পতিবার রাতের কোন এক সময় তার স্বামী আব্দুল জাব্বার তাকে মারপিট করে হত্যা করে মোহরকয়া পশ্চিমপাড়া গ্রামের এলাহী বক্সের পুকুরে ফেলে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। শুক্রবার ( ১৭ জুলাই) দুপুরে এলাকার লোকজন পুকুরে স্মৃতি খাতুনের লাশ ভেসে থাকতে দেখে থানায় খবর দেয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত গৃহবধুর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের শরিরে নির্যাতনের চিহ্ন রয়েছে। লাশের ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা জানা যাবে। নিহতের স্বামী আব্দুল জাব্বারকে আটকের চেষ্টা চলছে।
রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।