প্রদ্মাপ্রবাহ ডেস্ক/ পঞ্চম বাংলাদেশি হিসেবে এভারেস্টের চূড়ায় পা রেখেছেন বাবর আলি। এজন্য তিনি অপেক্ষা করেছেন দীর্ঘ ১১ বছর।
রবিবার বাংলাদেশ সময় ৮টা ৪৫ মিনিটে এভারেস্টের চূড়ায় পৌঁছন চট্টগ্রামের ছেলে বাবর।
বেসক্যাম্প ম্যানেজার ও আউটফিট মালিক এ তথ্য নিশ্চিত করেছেন। এখন বাবর আছেন ক্যাম্প-৪ এ নামার পথে, ওই ডেথ জোনে যোগাযোগ সম্ভব না, তাই অভিযানের ছবি পেতে সময় লাগবে বলে জানিয়েছেন অভিযানের সমন্বয়ক ফরহান জামান।
তিনি বলেন, ‘আমরা ভীষণ আনন্দিত। কিন্তু ভুলে গেলে চলবে না আমাদের মূল লক্ষ্য কিন্তু শুধু এভারেস্ট নয়, লোৎসেও। তাই সবাই বাবর আলির জন্য দোয়া করবেন।’