কনক কুমার প্রামানিক এর কবিতা ‘হয়নি বলা সরি’

কনক কুমার প্রামানিক/
অনুরাগের অন্তরালে সহস্র অভিমান
দূর্ভেদ্য হৃদয়ের গলিপথ
গিরিসম উত্তপ্ত কঠোর মানবিকতায়
হয়নি সরি বলা, বিফল মনোরথ।
পুরুষত্বের তিব্র অহংবোধে
নিলর্জ রুধির আঁখিদ্বয়ে ভাসে ক্রোধ
কামনার ভীড়ে বুঝিনি প্রণয়ের মানে
অন্তর জুড়ে নির্লিপ্ত অহংবোধ।
আড়ষ্টতা আজ গ্রাস করেছে বাকযন্ত্র
বলতে গিয়ে পশ্চাৎপদ, অজানা সংকোচ
দোষাশ্রিত অন্তর আজ বড়ই অনুতপ্ত
ডানা মেলে হৃদয়ের অবাধ্য উৎকোচ।