প্রাণের পল্লী
আসাদ সরকার
পল্লী আমার ভালোবাসা
মিশে আছে প্রাণে,
পল্লী গাঁয়ের সুভাস ছড়ায়
পুষ্পের মত ঘ্রাণে
চন্দ্র সূর্যের মতো আমার
পল্লী মায়ের হাসি,
পল্লীর বুকে বসত করে
দেশ বাচানো চাষি।
প্রাণের চেয়ে প্রিয় পল্লী
আমার পরাণ পাখি,
সারাটাদিন হৃদয় মাঝে
পল্লীর ছবি আঁকি।