আখের অভাবে বন্ধ হয়ে গেল নাটোর চিনিকল

নিজস্ব প্রতিবেদক/ মিল এলাকরে মাঠে পর্যাপ্ত আখ থাকতেই আখের অভাবে মাত্র ৩৭ দিনের মাথায় নাটোর চিনিকল ২০২২-২৩ মাড়াই মৌসুম সমাপ্ত হয়েছে। শনিবার দুপুরে নাটোর চিনিকলের ২০২২-২৩ মাড়াই মৌসুমের সমাপ্তি ঘটে। এর আগে ২ ডিসেম্বর নাটোর চিনিকলের কেইনে ক্রেরিয়ার ডোঙ্গায় আখ নিক্ষেপ করে ২০২২-২৩ মৌসুমে ৩৯তম ৫৪ দিন মাড়াই দিবস নিয়ে আখ মাড়াই শুরু হয়। উদ্বোধনের ৩৭ দিনের মাথায় ব্যাপক আখ সংকটে পড়ে চিনিকলটি। নাটোর চিনিকল এলাকায় এখনো প্রায় ২০ হাজার মে. টন আখ দণ্ডায়মান রয়েছে। এসব আখচাষি বেশি দামে পাওয়ার ক্রাশারে গুড় ব্যবসায়ীর কাছে বিক্রি করছেন।
জানা গেছে, ৫৪ দিনের কর্মদিবস নিয়ে ৮০ হাজার মে. টন লক্ষ্যমাত্রা নিয়ে নাটোর চিনিকলের ২০২২-২৩ মৌসুম শুরু হয়। ৩৭ দিনের মাথায় মাত্র ৫০ হাজার ৭৩৮ মে. টন আখ মাড়াই করেছে নাটোর চিনিকল। এদিকে লক্ষ্যমাত্রা অর্জনের জন্য নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালকসহ কর্মকর্তারা চাষিদের আখ সরবরাহ করার জন্য উদ্বুদ্ধ করেও তারা মিলে আখ সরবরাহ করেননি। আখচাষিরা তাদের জমির উৎপাদিত আখ গুড় ব্যবসায়ীদের কাছে বেশি দামে বিক্রি করছেন। এ ব্যাপারে নাটোর চিনিকলের মহাব্যবস্থাপক (কৃষি) মো. ফেরদৌসুল আলম বলেন, নাটোর চিনিকলের এলাকার বাইরে প্রচুর অবৈধ পাওয়ার ক্রাশার থাকায় চিনিকল এলাকার আখগুলো সেখানে পাচার হচ্ছে। এসব আখচাষিরা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে গুড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করছেন। ফলে আখের সংকটে পড়ে নাটোর চিনিকল।