নিজস্ব প্রতিবেদক/
নাটোরের লালপুর উপজেলা বিলমাড়ীয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পুর্তি উপলক্ষ্যে সুবর্ণ জয়ন্তী উদযাপন ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করেন। সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিদ্যালয় মাঠ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। বিদ্যালয়ের শিক্ষক ও নবীন প্রবীন শিক্ষার্থীদের মিলন মেলার শেষে সন্ধায় এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মিজানুর রহমান মিন্টু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক জিয়াউল হক, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম চৌধুরী, ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক সহ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।