মজনু মিয়া’ কবিতা ‘বাংলা মায়ের মুক্তির দিন’ 

ঘর ছাড়া মানুষের মুখে
একটু হাসির জন্য,
বীর বাঙালি শহীদ হয়ে
আজ হলো যে ধন্য।
শহীদ হইছে যাঁরা তাঁদের
ভুলি নাই ভুলবো না,
নতশিরে শ্রদ্ধা জানাই
নাই তাদের তুলনা।
মা,বোনের মুক্তির দিন
মুক্ত মানুষ সব,
বিজয়ের আনন্দে করে
খুশির কলরব।
যতদিন এই বাংলাদেশ
বিজয় দিবস হবে,
বীর শহীদ সেনানির কথা
শ্রদ্ধায় সব রবে।