আ: রশিদ এর কবিতা ‘বর্ষণমুখর দিনে’

দিবানীশি অবিরাম ঝরিতেছে বরিষণ।
কর্মহীন কুঠিরে বসি উছলায় দেহ মন।
অসহায় গরীব যারা দিন আনে দিন খায়।
আজিকার এইদিনে তাদের কোন কর্মনাই।
বাহিরেতে কত কাজ পড়িয়া রয়েছে বাকি।
অযত্নে পড়ে আছে প্রনয়ের এক রাখি।
নদীর ওপারে কারা মাঝিরে ডাকিছে হায়!
ঘনঘোর বরিষণ খেয়াপারের আশা নাই।
হিজল শাখে বিরহী পাপিয়া যেন কার লাগি।
ভিজিয়া কাঁপিছে শুধু সারারাত জাগি।

ছোট্ট একচালার নিচে ভিজিছে ফেরিওয়ালা।
আজিকার এ দিনে কে নিবে তার পুথির মালা।
আকাশ ভাঙিয়া ঝরিছে অবিরাম ধারা।
জনজীবন বিপন্ন, আজ সবে দিশেহারা।
আকাশের নীলিমায়, কল্পনাই আকিছি কত ছবি।
হিজলের ঐ পাপিয়ার ন্যায় আমি এক বিরোহী কবি।