নিজস্ব প্রতিবেদক ॥ নাটোরের লালপুরে এসএসসি, এসএসসি ভোকেশনাল ও দাখিল পরীক্ষা-২০২২ উপলক্ষ্যে কেন্দ্র সচিব ও কক্ষ পরিদর্শকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬জুন) সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়াম সভাকক্ষে উপজেলা প্রশাষনের আয়োজনে এ মত বিনিময়সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার সাদ আহম্মেদ শিবলীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারুল ইসলাম চৌধুরী, নর্থ বেঙ্গল সুগার মিলের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাওছুল আজম, লালপুর থানা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলীরা উপস্থিত ছিলেন।