লালপুরে ইমো হ্যাকার চক্রের ৭ সদস্য আটক

লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ইমো হ্যাকিং চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে লালপুর থানা পুলিশ।
থানা সুত্রে জানা গেছে,রবিবার(১৫ই মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের চকবাদকয়া ও রহিমপুর এলাকাসহ বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে সর্বমোট ৭ জনকে আটক করে থানা পুলিশ।আটককৃতরা হলেন,লালপুর উপজেলার মোমিনপুর গ্রামের আজিজুল হকের ছেলে রায়হান আলী(২৯),দুলাল উদ্দিনের ছেলে পলাশ আলী (২৫),ছোট বাদকয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে কাওছার(২০),মনিহারপুর গ্রামের জহুরুল ইসলামের ছেলে রুবেল হোসেন(২৩), গন্ডবিল গ্রামের আদম আলীর ছেলে রাজু হোসেন(২২), জাহিদুল ইসলামের ছেলে নাইম ইসলাম(২২) এবং রহিমপুর গ্রামের রশিদের ছেলে সাগর আহম্মেদ(১৬)।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো ৪/৫ জন হ্যাকিং চক্রের সদস্যরা পালিয়ে যায়।এ সময় ৮টি মোবাইল ফোনও জব্দ করা হয়।
থানা সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ইমো হ্যাকিং এর কথা স্বীকার করে,পরস্পরের সহায়তায় দীর্ঘদিন ধরে মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগের মাধ্যমে প্রবাসীসহ বিভিন্ন প্রান্তে ইমো সফটওয়্যারে অবৈধ প্রবেশ পূর্বক একাউন্ট হ্যাক করে আসছে।পরিচয় গোপন করে নারী ও পুরুষের ছদ্দবেশে বিভিন্ন ছবি ও ভিডিও প্রদর্শনের ও প্রতারণার মাধ্যমে কৌশলে অর্থ আদায় করে আসছেন।
এ বিষয়ে লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন,এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে সোমবার(১৬ই মে)তাদের আদালতের মাধ্যমে নাটোর জেলা হাজতে পাঠানো হয়েছে।