মোঃ মজিবুর রহমান
বি পাড়া, কুমিল্লা। ময়না পাখি ময়না পাখি
কোথায় তুমি যাও ?
আমি তোমার সাথে যাবো
মিষ্টি ছানা খাও।
বি পাড়া, কুমিল্লা। ময়না পাখি ময়না পাখি
কোথায় তুমি যাও ?
আমি তোমার সাথে যাবো
মিষ্টি ছানা খাও।
তোমার মুখে কতো হাসি
থাকো তুমি সুখে,
লুকাও তুমি বৃষ্টি এলে
বলবো কিছু মুখে।
আমি শুধু দূরে থেকে
দোয়া করি ভাই,
সুখে থেকো ময়না পাখি
এইতো আমি চাই।