শীত এলে

জিল্লুর রহমান পাটোয়ারী। 
শীত এলে তাই দুঃখ লাগে,
অনাথ শিশুর তরে-
শীতবস্ত্র গরম কাপড়,
নাই যে তাহার ঘরে।
পেটের ক্ষুধায় পথে ঘুরে,
পথেই তাহার বাস –
শীতের কাপড় কোথায় পাবে,
আশায় সে নিরাশ।
কে দেবে তাঁর গরম কাপড়,
কে নেবে তাঁর ভার-
জীবন যেন বৃথাই তাহার,
কে আছে সুহৃদয় তাঁর।
দুখ যেন তাঁর জীবন সাথী,
সুখ যেন তাঁর নাই –
পেটের ক্ষুধা থাকে পেটে,
পথে যে তাঁর ঠাঁই।