মোঃ তাইফুর রহমান
সহঃশিক্ষক, মোরেলগঞ্জ,বাগেরহাট।
এই ধরাতে পিতা-মাতা সবার চেয়ে আপন
ছেলে-মেয়ের জন্য কত কষ্ট করে বরণ।
সন্তানকে খুব বড় করতে চিন্তায় তারা থাকে
ভালো খাবার জোগাড় করে দেয় আমাদের মুখে।
আমরা যখন ছোট্ট ছিলাম ছিলাম তাদের কোলে
অনেক কষ্ট করছে তারা যেওনা কেউ ভুলে।
তাদের মত এমন আপন পাবেনা আর ভাই
সন্তানের খুব কষ্ট দেখলে খাওয়া তাদের নাই।
মা-বাবারই এত যত্নে হয়েছি আমরা বড়
শিশুকালের স্মৃতিগুলো স্মরন একটি কর।
সন্তানের খুব সফলতায় মুখে তাদের হাসি
মা-বাবার খেদমতে ভাই আল্লাহ অনেক খুশি।
তাদের মনে কষ্ট দিলে হবে ভীষণ ক্ষতি
জীবনের এই পথে কিন্তু বেড়ে যাবে ভীতি।
মা বাবার কি হয় তুলনা? প্রশ্ন করে যাই
ভেবে দেখো তাদের মত আপন কেহ নাই।