জিল্লুর রহমান পাটোয়ারী এর ছড়া

দুর্গাপূজা
হিন্দু পাড়ায় করকা বাজে,
দুর্গাপূজার ধুম –
ব্যস্ত সময় কাটছে ওদের,
নাইকো চোখে ঘুম।
সানাই বাজায় মনাই কাকা,
ঢোল বাজায় তালে –
কেষ্ট কাকা হাত তালি দেয়,
আনন্দ মাতালে।
খোকা খুকি সাজ নিয়েছে,
দেখতে ওরা যাবে –
পূজার মেলায় করবে খেলা,
লুচি সন্দেশ খাবে।
কিনবে ওরা খেলনা পুতুল,
আরও মটরগাড়ি –
তাই আনন্দ খোকা খুকির,
যাচ্ছে মেলার বাড়ি।