রাজিব হুমায়ুন এর কবিতা “ডিজিটাল জীবন”

ডিজিটালের পরশ পেয়ে
জীবন পেল ডানা,
জগৎ হলো জানা,
দেশ-বিদেশে যোগাযোগে
নেই তো কোনো মানা।
ফেইসবুক আর মেসেঞ্জারে
সবাই কতো কাছে,
বিশ্ব চলে টাচে,
নিয়মিত ভিডিও কলে
মন খুশিতে নাচে।
এপ্সে এপ্সে বেড়ে গেল
জীবন ধারার গতি,
সহজ হলো অতি,
পাল্টে গিয়ে যুগের হাওয়া
জীবন হীরে মতি।
হাতের মুঠোয় পৃথিবীটা
ইন্টারনেট পেয়ে,
ভুবন গেল ছেয়ে,
সব সহজে শিখছে সবাই
ইউটিউবে চেয়ে।