রাজিব হুমায়ুন এর ছড়া ‘শরৎ এলো’

শরৎ এলো হেসে
বর্ষা ফেলে ডানা মেলে
আলো ছায়ার খেলা খেলে
মেঘের ভেলায় ভেসে।
ছিঁচকাঁদুনে মেয়ে
আপন মনে ক্ষণে ক্ষণে
কাশফুল আর সবুজ বনে
যাচ্ছে কেবল ছেয়ে।
দৃষ্টি সবার লুটে
নদীর কূলে শুভ্র ফুলে
ময়ূর নাচে পেখম তুলে
ভ্রমর পাখি ছুটে।