লালপুরে আরো ৩০ জন করোনায় আক্রান্ত!

নিজস্ব প্রতিবেদক/
নাটোরের লালপুরে একদিনে নতুন করে আরো ৩০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো ৮১ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ২৮ জনের শরীরে ও লালপুর হাসাপাতালে এন্টিজেন টেষ্টে ২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
শনিবার (২৪ জুলাই) বিকেলে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এ কে এম শাহাবুদ্দীন এই তথ্য নিশ্চিত করে জানান,‘গত ১০ ও ১২ তারিখে পরীক্ষার জন্য ৮১ জনের নমুনা সংগ্রহ করে রাজশাহী পিসিআর ল্যাবে পাঠানো হয়েছিলো আজ তার রিপোর্টে ২৮ জনের শরীরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। অপরদিকে আজ হাসপাতালে ২৩ জনের এন্টজেন টেষ্টে ২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।’
তিনি আরো বলেন, ‘সবাই সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি না মানলে লালপুরে আশঙ্কাজনক হারে করোনা সংক্রামন হতে পারে বলে তিনি মনে করেন। হাসপাতালে নমুন সংগ্রহ করে রাজশাহী পিসিআর ল্যাবে পলীক্ষার জন্য পাঠানোর পরে দ্রুত রিপোর্ট না দেওয়ায় সমস্যা হচ্ছে।’
লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) শাম্মী আক্তার জানান,‘করোনা সংক্রামন রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারী বিধিনিষেধ প্রতিপালনে প্রতিনিয়ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে।