নাটোরে ২৪ঘন্টায় ২৩জন করোনা আক্রান্ত: ডিসি অফিসের সহকারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক/
নাটোরে করোনা সংক্রমনের হার বাড়ছে। গত ২৪ঘন্টায় জেলায় মোট ৮১টি নমুনা পরীক্ষা করে আরও ২৩জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। এছাড়া করোনায় আক্রান্ত নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের সংস্থাপন শাখার অফিস সহকারী অপূর্ব কুমার পাইন নাটোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এনিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা ২৪জন।
এদিকে, করোনার সংক্রমণ ঠেকাতে জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে চেকেপোস্ট বসিয়ে যানবহন সীমিত করেছে নাটোর জেলা পুলিশ। শহরে যানবাহন সীমিত করে সাধারণ মানুষদের মাস্ক পরিধানের জন্য মাইকিং করা হচ্ছে।
সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম জানান,আজ সকালে কাশিমপুর মহশশ্মানে স্বাস্থ্যবিধি মেনে তার অন্তোষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়।
জেলা প্রশাসক মো: শাহরিয়াজ কালেক্টরেট অফিসের সংস্থাপন শাখার অফিস সহকারী অপুর্ব কুমার পাইনের আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।