হঠাৎ শিলা বৃষ্টিতে পেঁয়াজ চাষিদের মাথাই হাত

নিজস্ব প্রতিবেদক, বাঘা (রাজশাহী)/
রাজশাহীর বাঘাসহ বিভিন্ন স্থানে হঠাৎ শিলা বৃষ্টিতে পেঁয়াজ সহ আমের বাগান গুলোতে বড় ধরনের ক্ষতি হয়েছে। শুধু পেঁয়াজ আর আমেই নয় সেই সাথে ক্ষতি হয়েছে গম, মশুরী, সরিষাসহ অন্যান্য ফসলেরও।
আর কিছুদিন তাহলেই তো প্রতিটি কৃষকের মুখে হাসি ফুটতো।  কিন্তু হঠাৎ করে এই শিলা বৃষ্টি কৃষকের হাসির সাথে তাদের স্বপ্ন চুরমার করে দিল শিলাবৃষ্টি। এতে দিশেহারা হয়ে পড়েছেন উপজেলার পেঁয়াজ চাষীরা।
রবিবার বিকেল প্রায় ৪টার দিকে হঠাৎ করে ঝড়ো হাওয়াসহ শিলাবৃষ্টি শুরু হয়। প্রায় ৩০ মিনিটের শিলা বৃষ্টিতে উপজেলার প্রায় সব কয়টি ইউনিয়নেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
এ সময় কিছু পিঁয়াজ ও আম চাষিদের সাথে কথা বলে জানা যায়, আর ২-১ দিনের মাঝে পিঁয়াজ ঘরে তুলবো কিন্তু এই শিলাবৃষ্টিতে আমার সব শেষ করে দিলো, আমি ভাল পিয়াজ কত টুকু পাবো কিছু বলতে পারছিনা। আবার অনেকে বলছে, ক্ষরা জনিত কারণে আম আশানুরূপ আসে নি, এর উপর আবার শিলাবৃষ্টি আমে অনেক পরিমাণে ক্ষতি হয়ে গেল।