ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় লালপুরে প্রতিষ্ঠার দাবিতে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক/
নাটোর জেলায় অনুমোদিত ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় লালপুরে স্থাপনের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে লালপুরে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বাস্তবায়ন পরিষদ।
বুধবার (০৬ জানুয়ারি) সকালে উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতির কার্যালয়ে এই স্মারকলিপি প্রদান করেন করেন। এসময় লালপুরে ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা বাস্তবায়ন পরিষদের আহবায়ক তাহাজ উদ্দিন, সদস্য সচিব সুকুমার সরকার, অধ্যক্ষ ইব্রাহীম খলিল, অধ্যক্ষ আকরাম হোসেন, অধ্যক্ষ বেলাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ নাঈম উদ্দিন, আওয়ামী লীগ নেতা আনতাজ আলী, উপাধ্যক্ষ বাবুল আক্তার, লালপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, পদ্মাপ্রবাহ সম্পাদক প্রভাষক মোজাম্মেল হক, সাবেক ব্যাংকার শীবেন্দ্র নাথ মন্ডল, সাবেক সিবিএ সভাপতি আব্দুর রব, মতিউর রহমান ইউরেন্স প্রমুখ।
স্মারকলিপিতে বলা হয়, লালপুর উপজেলার নরেন্দ্রপুর কৃষি খামারে ড. এম এ ওয়াজেদ মিয়া কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মত পর্যাপ্ত জমি রয়েছে। এছাড়া সেখানে যোগা যোগের জন্য আকাশ পথ, রেলপথ, নদীপথ সহ অন্যান্য সকল সুবিধা বিদ্যমান রয়েছে।