দেশে আরও ৩৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৪০১৯

দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন ১ হাজার ৯২৬ জন। অপরদিকে গত ২৪ ঘণ্টায় ১৮ হাজার ৩৬২টি নমুনা পরীক্ষা করে ভাইরাসটির সংক্রমণ পাওয়া গেছে ৪ হাজার ১৯ জনের শরীরে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১ লাখ ৫৩ হাজার ২৭৭ জন।

বৃহস্পতিবার বেলা আড়াইটায় নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৩৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৬৬ হাজার ৪৪২ জন। সারাদেশে ১৭ হাজার ৯৪৭টি নমুনা সংগ্রহ করা হয়। ৭০টি ল্যাবে আগের ও নতুন করে সংগ্রহ করা নমুনা থেকে ১৮ হাজার ৩৬২টি পরীক্ষা করা হয়। মোট পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ২ হাজার ৬৯৭টি নমুনা।

সবশেষ তথ্যানুযায়ী, দেশে নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯.১০ শতাংশ, মৃত্যুর হার ১.২৬ শতাংশ এবং সুস্থতার হার ৪৩.৩৫ শতাংশ।

তিনি বলেন, চব্বিশ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের ৩২ জনই পুরুষ, নারী ৬ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলে; এর দশ দিনের মাথায় প্রথম মৃত্যু হয়।