মাহবুব-এ-খোদা’র ছড়া ‘মরণ ঢেউ’

স্রষ্টা তোমার লীলাখেলা বুঝা বড় দায়,

এই করোনায় জগতবাসী চরম অসহায়।

লকডাউনে বন্দি ঘরে মনের কল্পনায়,

মরণ লিখে রাখছে কি না প্রভু করোনায়!

যার ছোঁয়াতে মানবদেহের ফুসফুস অনড় হয়,

প্রতিষেধক হয়নি তৈরি তাইতো মরণভয়।

মরণ হলে থাকবে নাকো আশেপাশে কেউ,

সবার মনে আতঙ্ক আজ লাগবে মরণ ঢেউ।

দূর করে দাও ও দয়াময় সয় না প্রাণে আর,

ভাইরাস ভরা দেখতে ধরা ইচ্ছে করে কার?