৩৫ বছর পর বিধবা ভাতার কার্ড পেলেন শ্রীমতি

নিজস্ব প্রতিবেদক/
স্বামীর মৃত্যু ৩৫ বছর পর বিধবা ভাতার কার্ড পেলেন নাটোরের লালপুর উপজেলার ওয়ালিয়া পশ্চিমপাড়া গ্রামের শ্রীমতি (৯০)। জাতীয় পুরচয়পত্রে তার জন্ম ১৯৭২ সাল থাকায় এর আগে বৃদ্ধভাতাও জুটেনি তার। গত সোমবার লালপুর উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী বিষয়টি জানতে পেরে তার বিধবা ভাতার কার্ড প্রদানে ব্যবস্থা নেন।

লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী মঙ্গলবার (৮সেপ্টেম্বর) নিজে গিয়ে অসুস্থ শ্রীমতির হাতে বিধবা ভাতার কার্ড তুলে দিলেন । শুধু ভাতার কার্ডই নয় শ্রীমতির চিকিৎসার জন্য তাৎক্ষনিক এক হাজার নগদ টাকাও প্রদান করেন তিনি। এসময় ওয়ালিয়া ইউপি চেয়ারম্যান আনিসুর রহমন উপস্থিত ছিলেন।