নিজস্ব প্রতিবেদক/
বঙ্গবন্ধুর ৪৫ তমমৃত্যু বার্ষিকী উপলক্ষে নাটোরের লালপুর উপজেলার ৪নং আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পৃথক দুটি স্থানে বরবড়িয়া ও কচুয়ায় দোয়া এবংআলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ শহিদুল ইসলাম বকুল।
বৃহস্পতিবার (২৭আগস্ট) বিকেলে আড়বাব ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ওয়ার্ড আ.লীগ সভাপতি মোঃ সাইফুলইসলাম মোল্লাও আবু তাহের (তারু) ২নং বরবড়িয়া সভাপতি এর সভাপতিত্বে বরবরী বাজার এবং কচুয়া উচ্চ বিদ্যালয়ে বিকেল তিনটার দিকে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহসভাপতি এসকেন্দার মির্জা, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কাউছার, যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলাল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হক মুকুল, সাংগঠনিক সম্পাদক খাইরুল বাশার ভাদু, সাবেক এমপি মরহুম মমতাজ’র পুত্র শামীম আহমেদ সাগর, লালপুর উপজেলা ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাক আহমেদ, বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু, ঈশ্বরদী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম জয়, জেলা তাঁতী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক, তৌহিদুল ইসলাম বাঘা,বাগাতিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক হাসান বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা সহ জেলা-উপজেলার তাঁতি লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।