ভারতে ২৪ ঘন্টায় করোনা রোগী শনাক্ত ৭৭ হাজার, মারা গেছে দেড় হাজার

পদ্মা ডেস্ক
ভারতে ২৪ ঘণ্টায় ৭৭ হাজার ২৬৬ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। করোনায় মারা গেছেন এক হাজার ৫৭ জন।

শুক্রবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৫৭ জন। ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১ হাজার ৫২৯ জন। দেশটিতে এ পর্যন্ত ৩৩ লাখ ৮৭ হাজার ৫০০ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ২৫ লাখ ৮৩ হাজার ৯৪৮ জন।

সর্বোচ্চ করোনা রোগী শনাক্তের দিক দিয়ে বিশ্ব তালিকায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরে তৃতীয় স্থানে রয়েছে ভারত।