নিজস্ব প্রতিবেদক/
রাজশাহীর বাঘায় ধর্ষণ মামলায় এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ইমাজ আলী উপজেলার বাউসা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ও আড়াপাড়া গ্রামের বাসিন্দা।

গৃহবধুর স্বামী ভ্যান চালক হারুন জানান, তার বাড়ির কাছাকাছি ইউপি সদস্য’র বাড়ি। বিষয়টি জানার পর এলাকার লোকজন নিয়ে ইউপি সদস্যের বাড়িতে তার স্ত্রীকে পাওয়ার পর, পুলিশকে খবর দিই। তার ঘরে ১১ বছর ও ৫ বছরের দুটি সন্তান রয়েছে বলে জানান তিনি।
অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে গৃহবধুকে উদ্ধার করে ইউপি সদস্যকে গ্রেপ্তার করা হয়। গৃহবধুর দায়েরকৃত মামলায় ইউপি সদস্য ইমাজ আলীকে আদালতে সোপর্দ ও পরীক্ষার জন্য গৃহবধুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে প্রেরণ করা হয়েছে।