নিতাই চন্দ্র রায় রায় এর ছড়া ‘আবার স্লোগান’

রেসকোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ কবি নির্মলেন্দু গুণকে বলেছিলো- তিনি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলেন।তিনি গোলাপের কথা রেখেছিলেন।আমিও বলেছিলুম- ১৫ আগষ্ট পর্যন্ত কমপক্ষে প্রতিদিন একটি করে ছড়া/ কবিতা জাতির জনকের উদ্দেশে উৎসর্গ করবো। আমিও আমার কথা রাখলুম।

সবুজ পাতাকা ছিলো লাল রক্তে আঁকা,
সেদিন আকাশ ছিলো কালো মেঘে ঢাকা।
কেঁদেছিলো নদী-নালা , সাগরের ঢেউ,
গাছ-পালা,শক্ত শিলা কেঁদেছিলো সেও।
হৃদয় বিধ্বস্ত করে কামানের শেল,
বৃষ্টির ফোঁটায় শুনি বাজে বিউগেল।
সিঁড়িতে নিথর দেহ ঢাকা সাদা ফুলে,
বেদনার বাড়ি ভাঙ্গে নদী দুই কূলে।

রক্ত দিয়ে শোধ নেবো আমি পিতৃঋণ,
মশাল মিছিলে যাবে তোমার কফিন।
সকল ষড়যন্ত্র আর চক্রান্ত শেষে
জনতার বাঁধভাঙ্গা স্রোতে যাবে ভেসে।
জাগবে ভোরের সূর্য, পাখিদের গান
মুজিবের নামে হবে আবার স্লোগান।

(ত্রিশাল, ১৫.৮.২০২০)